নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পিপিই প্রদান

জামালপুরে কর্মরত সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের পিপিই দিয়েছে এনসিজেএ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে কর্মরত সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য পিপিই দিয়েছে ময়মনসিংহ অঞ্চল ভিত্তিক সংগঠন নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এনসিজেএ।

সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে দেশের আটটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলে কর্মরত ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের নিয়ে গঠন করা হয় এনসিজেএ। সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটের সময় সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন সাংবাদিকরা। এই দুর্যোগে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সুরক্ষার জন্য ২৩ মে সংগঠনটির সদস্য জামালপুর জেলায় কর্মরত আটটি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেলের সাংবাদিকদের এসব ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম-পিপিই দেওয়া হয়।

এর আগে ময়মনসিংহ অঞ্চলের অন্যান্য জেলাগুলোতে কর্মরত সাংবাদিকদের জন্যও পিপিই দেওয়া হয়। পিপিই দেওয়ায় জামালপুরের সাংবাদিকরা সংগঠনটির সভাপতি সময় টিভির জ্যেষ্ঠ স্টাফ করসপনডেন্ট হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক যমুনা টিভির ব্যুরো প্রধান হোসাইন শাহিদকে ধন্যবাদ জানিয়েছেন।