শেরপুরে হতদরিদ্রদের অর্থ সহায়তা দিল কবি সংঘ বাংলাদেশ

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে শেরপুরে এবার লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষের সহায়তায় হাত বাড়িয়েছে কবি ও সাহিত্যিকদের সংগঠন ‘কবি সংঘ বাংলাদেশ’।

২১ মে সন্ধ্যায় শেরপুর পৌর-শহরের অবহেলিত এলাকা মোবারকপুর দক্ষিণ পাড়ায় স্থানীয় ৩০ জন অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় নগদ ৩০০ করে টাকা।

কবি সংঘ বাংলাদেশ’র সভাপতি বিশিষ্ট কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ, কার্যকরী সভাপতি কবি সাংবাদিক ও আইনজীবী রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক কবি ও গবেষক ড. আবদুল আলীম তালুকদার ওই সহায়তা অসহায়দের হাতে তুলে দেন।

আর্থিক সহায়তাদানকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কবি সংঘ বাংলাদেশের সম্পাদকমন্ডলীর সদস্য কবি চিকিৎসক হাফিজুর রহমান লাভলু, আখের মাহমুদ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, স্থানীয় সমাজসেবক মো. শফিকুল ইসলাম মন্ডল, হাবিবুল্লাহ বাহার, আলতাফ হোসেন প্রমুখ।