সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে তিন পুলিশ সদস্য, পুলিশ সদস্যের শিশু সন্তান ও এক স্বাস্থ্যকর্মীসহ সাতজন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৭৫ জন করোনা শনাক্ত হলেন। এরমধ্যে ৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ইতোমধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
২২ মে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফলের বরাত দিয়ে ওই তথ্য নিশ্চিত করেন করোনা সংক্রান্ত তথ্য নিশ্চিতকারী কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন।