বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় দুঃস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তার। তিনি করোনাভাইরাস দুর্যোগে মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই প্রতিটি ইউনিয়নেই নগদ অর্থ বিতরণ করেছেন।
২৩ মে দুপুর ১২টায় সাধুরপাড়া ইউনিয়নের ১০০ পরিবারকে এক লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। ব্যারিস্টার ছামির সাত্তারের পক্ষে তার প্রতিনিধি খোকন আকন্দ এসব নগদ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
সাধুরপাড়া ইউনিয়নের দাসের হাট বাজারে নগদ অর্থ বিতরণকালে এ সময় ছাইদুর রহমান, জিসান হাবিব, সাখাওয়াত হোসেন, রুকুনুজ্জামান খান বাবু, ফিরোজ আল মুজাহিদ বাবু, ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।