দেওয়ানগঞ্জে ২০০ দরিদ্র ও কর্মহীন পরিবারে ঈদ উপহার বিতরণ

দরিদ্রদের ঈদ উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ২০০ ক্ষতিগ্রস্ত দরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। ইউনিয়নের মকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৩ মে বিকালে স্থানীয় মোহাম্মদ আইয়ুব আলীর বড় মেয়ে তামান্না তাহমিনা তানজীর অর্থায়নে দরিদ্রদের ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহারের মধ্যে ছিল পাঁচ কেজি করে চাল, এক কেজি আতব চাল, এক কেজি চিনি, এক লিটার তেল, একটা সাবান, দু’টি দুধের প্যাকেট ও দুই প্যাকেট করে সেমাই। তামান্না তাহমিনা তানজীর প্রতিনিধি হুমায়ুন কবির দরিদ্র ও কর্মহীনদের মাঝে এসব ঈদ উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরিদুল ইসলাম ও রোমান, সাংবাদিক বোরহান উদ্দিন, ফরিদুল ইসলাম ও মোস্তাইন বিল্লাহ উপস্থিত ছিলেন।