লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে খাদ্য সংকট মোকাবেলায় জামালপুরের ইসলামপুর উপজেলায় কর্মহীন, হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ২২ মে বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ১৮৭টি পরিবারের মাঝে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের নির্দেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল এই ত্রাণ সামগ্রী তুলে দেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।