সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্নআয়ের ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সনের প্রাক্তন শিক্ষার্থীরা। ২২ মে দুপুরে উপজেলার আরামনগর বাজার পপি আইসক্রিম কারখানার মাঠে ২০০ জন অসহায় ও নিম্নআয়ের পরিবারের হাতে ঈদের খাদ্যসামগ্রী তুলে দেন।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, আধাকেজি ডাল, আধাকেজি চিনি, আধাকেজি সয়াবিন তেল ও আধাকেজি সেমাই।
এসময় উপস্থিত ছিলেন ৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আরিফুল হক, জাহিদুল কবীর, মবিল উদ্দিন, হান্নানুজ্জামান কনক, শফিকুল ইসলাম, আবু মাসুম, মাসুম মিয়া, সোহাগ মিয়া, তপন সাহা, হৃদয় হাসান, নাদের পারভেজ, হিমেল, শফিক মিয়া প্রমুখ।
৯৯ ব্যাচের প্রাক্তন ছাত্র আরিফুল হক বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ৯৯ ব্যাচের সকল বন্ধুদের সহায়তায় সমাজের অসহায় নিম্নআয়ের মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হলো। সামনের দিনগুলোতে যেন আরও বেশি অসহায় মানুষদের সহায়তা করতে পারি সেই দোয়া চাই সবার কাছে।