ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের জেল পলাতক ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ফিরোজ র‌্যাবের হাতে গ্রেপ্তার মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ : ধর্ম উপদেষ্টা জামালপুরে জেসিসিআই’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল জামালপুরে অতিথি লিমিটেডের ইউজার প্রেজেন্টেশন যানজট সমস্যার সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৮ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ ট্রাম্প হত্যা প্রচেষ্টার সন্দেহভাজনের নাম প্রকাশ ফের ট্রাম্পের ওপর হামলা বৈষম্য ও দুর্নীতিমুক্ত ব্যতিক্রমী জামালপুর জেলা গড়তে চাই : নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগম

স্নেহা আশ্রয় কেন্দ্রে ৩৬ শিশুকে একমাসের খাদ্য দিলো ২৪তম বিসিএস ফোরাম

স্নেহা আশ্রয় কেন্দ্রে এক মাসের খাদ্যসামগ্রী হস্তান্তর করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

স্নেহা আশ্রয় কেন্দ্রে এক মাসের খাদ্যসামগ্রী হস্তান্তর করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবে সঙ্কটে পড়া জামালপুরের অপরাজেয় বাংলাদেশের স্নেহা আশ্রয় কেন্দ্রের ভাগ্যবিড়ম্বিত ৩৬ জন শিশুর জন্য পুরো একমাসের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন জামালপুরের ২৪তম বিসিএস ফোরামের সদস্যরা। ২১ মে দুপুরে তারা বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী নিয়ে আশ্রয় কেন্দ্রটিতে হাজির হলে শিশুরা খুব খুশি হয়।

আশ্রয় কেন্দ্রের শিশুদের উদ্দেশে স্বাস্থ্য সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তব্য শেষে ২৪তম বিসিএস ফোরামের অন্যতম সদস্য জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন ও ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সদস্য সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক স্বরূপ কাহালিসহ অন্যান্য সদস্যরা আশ্রয় কেন্দ্রের শিশু ও কেন্দ্র ব্যবস্থাপকের কাছে খাদ্য সামগ্রীগুলো হস্তান্তর করেন। একই সাথে আসছে ঈদুল ফিতর উপলক্ষে কিছু ঈদের খাদ্য সামগ্রীও উপহার দেন তারা। নিজেদের বেতনের টাকা থেকে এই খাদ্য সহায়তা দিলেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

পুরো একমাস খেতে পারবে এমন খাদ্য সামগ্রীগুলো হলো- ২৫০ কেজি চাল, পাঁচ কেজি বুটের ডাল, পাঁচ কেজি চিনি, ১৫ লিটার সয়াবিন তেল, তিন লিটার নারিকেল তেল, ১০ কেজি আলু, ১০ কেজি পেঁয়াজ, ছয় কেজি লবণ, দুই ডজন সাবান, তিন কেজি ডিটারজেন্ট পাউডার ও পাঁচ কেজি বিভিন্ন মসল্লা। এছাড়াও ঈদের দিনের জন্য দেওয়া হয় পাঁচ কেজি আতপ চাল, সাত প্যাকেট সেমাই, বড় চার প্যাকেট নুডুলস ও আধা কেজি গুঁড়ো দুধ।

স্নেহা আশ্রয় কেন্দ্রে এক মাসের খাদ্যসামগ্রী হস্তান্তর শেষে সদ্য করোনাজয়ী জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এসব খাদ্য সামগ্রী হস্তান্তরের সময় ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি ও মাদারগঞ্জের এ এইচ জেড সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সহ-সভাপতি ও জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম, অপরাজেয় বাংলাদেশের আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ২৪তম বিসিএস ফোরামের অন্যতম সদস্য সদ্য করোনাজয়ী জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের জেল পলাতক ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ফিরোজ র‌্যাবের হাতে গ্রেপ্তার

স্নেহা আশ্রয় কেন্দ্রে ৩৬ শিশুকে একমাসের খাদ্য দিলো ২৪তম বিসিএস ফোরাম

আপডেট সময় ০১:১৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
স্নেহা আশ্রয় কেন্দ্রে এক মাসের খাদ্যসামগ্রী হস্তান্তর করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবে সঙ্কটে পড়া জামালপুরের অপরাজেয় বাংলাদেশের স্নেহা আশ্রয় কেন্দ্রের ভাগ্যবিড়ম্বিত ৩৬ জন শিশুর জন্য পুরো একমাসের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন জামালপুরের ২৪তম বিসিএস ফোরামের সদস্যরা। ২১ মে দুপুরে তারা বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী নিয়ে আশ্রয় কেন্দ্রটিতে হাজির হলে শিশুরা খুব খুশি হয়।

আশ্রয় কেন্দ্রের শিশুদের উদ্দেশে স্বাস্থ্য সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তব্য শেষে ২৪তম বিসিএস ফোরামের অন্যতম সদস্য জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন ও ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সদস্য সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক স্বরূপ কাহালিসহ অন্যান্য সদস্যরা আশ্রয় কেন্দ্রের শিশু ও কেন্দ্র ব্যবস্থাপকের কাছে খাদ্য সামগ্রীগুলো হস্তান্তর করেন। একই সাথে আসছে ঈদুল ফিতর উপলক্ষে কিছু ঈদের খাদ্য সামগ্রীও উপহার দেন তারা। নিজেদের বেতনের টাকা থেকে এই খাদ্য সহায়তা দিলেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

পুরো একমাস খেতে পারবে এমন খাদ্য সামগ্রীগুলো হলো- ২৫০ কেজি চাল, পাঁচ কেজি বুটের ডাল, পাঁচ কেজি চিনি, ১৫ লিটার সয়াবিন তেল, তিন লিটার নারিকেল তেল, ১০ কেজি আলু, ১০ কেজি পেঁয়াজ, ছয় কেজি লবণ, দুই ডজন সাবান, তিন কেজি ডিটারজেন্ট পাউডার ও পাঁচ কেজি বিভিন্ন মসল্লা। এছাড়াও ঈদের দিনের জন্য দেওয়া হয় পাঁচ কেজি আতপ চাল, সাত প্যাকেট সেমাই, বড় চার প্যাকেট নুডুলস ও আধা কেজি গুঁড়ো দুধ।

স্নেহা আশ্রয় কেন্দ্রে এক মাসের খাদ্যসামগ্রী হস্তান্তর শেষে সদ্য করোনাজয়ী জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এসব খাদ্য সামগ্রী হস্তান্তরের সময় ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি ও মাদারগঞ্জের এ এইচ জেড সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সহ-সভাপতি ও জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ও সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম, অপরাজেয় বাংলাদেশের আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ২৪তম বিসিএস ফোরামের অন্যতম সদস্য সদ্য করোনাজয়ী জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিনের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।