ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার জামালপুরে মানসম্মত শিক্ষা অর্জনে সিডসের মতবিনিময় সভা জননিরাপত্তাকে আস্থার জায়গায় নিতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ বাংলাদেশে আসতে পারছেন না কলকাতার শিল্পীরা বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ২৮ শতাংশ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে ১৯ সেপ্টেম্বর মাঠে নামছে বাংলাদেশ যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেনি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় সরকারি মাধ্যমিক শিক্ষক লাঞ্ছিত, জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

শ্রীবরদীতে কলাগাছের সাথে ধাক্কায় প্রাণ হারাল কাঠমিস্ত্রি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মোটরসাইকেলে ফেরার পথে কলাগাছের সাথে ধাক্কা লেগে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম আরমান। সে পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলআরোহী আরও দু’জন আহত হন। আহত একজনের নাম শান্ত মিয়া। আর অপরজন ঘটনার পরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার নাম জানা সম্ভব হয়নি। ২২ মে দুপুরে উপজেলার ভায়ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরমান স্থানীয় তাঁতীহাটি নয়াপাড়া এলাকার আতাহকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বন্দে আলী জানান, ২২ মে সকালে তিন বন্ধু ব্যবসায়ীক কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ভায়ডাঙ্গায় যান। ফেরার পথে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি সড়কের পাশে থাকা একটি কলাগাছের সাথে সজোরে ধাক্কা লাগে। বৃষ্টিতে রাস্তাঘাট কর্দমাক্ত থাকায় ওই তিনজন কাদা পানিতে ছিটকে পড়েন। ঘটনার পরপরই আহত একজন সেখান থেকে পালিয়ে যান। এ সময় কাদায় ডুবে থাকা আহত দুইজনকে উপস্থিত লোকজন উদ্ধার করে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। আর শান্ত মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি তদন্ত বলেন, এ ঘটনায় থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। আর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আহত একজেনর নাম এখনও জানা যায়নি বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার

শ্রীবরদীতে কলাগাছের সাথে ধাক্কায় প্রাণ হারাল কাঠমিস্ত্রি

আপডেট সময় ০৫:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মোটরসাইকেলে ফেরার পথে কলাগাছের সাথে ধাক্কা লেগে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম আরমান। সে পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলআরোহী আরও দু’জন আহত হন। আহত একজনের নাম শান্ত মিয়া। আর অপরজন ঘটনার পরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তার নাম জানা সম্ভব হয়নি। ২২ মে দুপুরে উপজেলার ভায়ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরমান স্থানীয় তাঁতীহাটি নয়াপাড়া এলাকার আতাহকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বন্দে আলী জানান, ২২ মে সকালে তিন বন্ধু ব্যবসায়ীক কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ভায়ডাঙ্গায় যান। ফেরার পথে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি সড়কের পাশে থাকা একটি কলাগাছের সাথে সজোরে ধাক্কা লাগে। বৃষ্টিতে রাস্তাঘাট কর্দমাক্ত থাকায় ওই তিনজন কাদা পানিতে ছিটকে পড়েন। ঘটনার পরপরই আহত একজন সেখান থেকে পালিয়ে যান। এ সময় কাদায় ডুবে থাকা আহত দুইজনকে উপস্থিত লোকজন উদ্ধার করে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। আর শান্ত মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি তদন্ত বলেন, এ ঘটনায় থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। আর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আহত একজেনর নাম এখনও জানা যায়নি বলে তিনি জানান।