জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
নূরুন্নাহার-মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ৫০০ হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ দেওয়া হয়েছে। ২২ মে বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারস্থ মির্জা আবুল কাশেমের বাসভবনে এই অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম।
এ সময় মির্জা আজম বলেন, সারা জীবনব্যাপী আমার বাবা ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁর স্বপ্ন ছিলো একটি ট্রাস্ট এর। যার মাধ্যমে সমাজের অসহায় মানুষের সহযোগিতা করা, ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, আমরা ভাই বোনেরা মিলে ১৪ একর সম্পত্তি ট্রাস্ট এর নামে দিয়ে এই নুরন্নাহার মির্জা কাশেম মেমোরিয়াল ট্রাস্ট গঠন করেছি। এই সম্পত্তি থেকে যা আয় হবে তা এতিমখানা, মসজিদ ও জনকল্যাণে ব্যয় করা হবে।
এই সময় নূরুন্নাহার-মির্জা কাশেম ট্রাস্ট এর ট্রাস্টি মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মির্জা জিল্লুর রহমান শিপন, মির্জা গোলাম মওলা সোহেল বক্তব্য রাখেন।
ট্রাস্টি মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির জানান, এবারের করোনার সংকটকালে হতদরিদ্র ও নিম্নআয়ের ৫০০ মানুষের মাঝে ১ হাজার করে নগদ টাকা দেওয়া হলো।