মাদারগঞ্জে মসজিদের ইমামদের ৩১ লাখ টাকার উপহার বিতরণ
জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ইমাম, মোয়াজ্জিনদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬২৬টি জামে মসজিদের ইমামদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৩১ লাখ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম।
২১ মে দুপুরে মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মসদিদ কমিটির সভাপতি গোলাম হোসেন তোতা, বালিজুড়ি ইউনিয়ের চেয়ারম্যান মোজাম্মেল হক।