২০০ পরিবার পেল জামালপুর সদর মৎস্যজীবী দলের ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী

দরিদ্র মানুষের হাতে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে করোনার প্রভাবে কর্মহীন ২০০ দরিদ্র পরিবারকে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দল। ২০ মে দুপুরে শহরের ডাকপাড়ায় এ কর্মসূচির আয়োজন করে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন। তিনি প্রতিটি পরিবারের সদস্যদের হাতে একটি করে নতুন শাড়ি ও লুঙ্গি এবং খাদ্য সহায়তার চাল, ডাল, তেল, সেমাই ও চিনি তুলে দেন।

ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণের সময় জেলা মৎস্যজীবীদলের সভাপতি মো. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক চিকিৎসক মো. জুনায়েদ হোসেন, সদর উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শহর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বহলুল মজনুসহ মৎস্যজীবী দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ত্রাণ বিতরণে অংশ নেন।