শেরপুরে জেলা প্রশাসনের করোনা তহবিলে আর্থিক অনুদান দিলেন হুইপ আতিক

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের হাতে অনুদানের অর্থ তুলে দেন হুইপ আতিউর রহমান আতিক। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে জেলা প্রশাসনের করোনা তহবিলে এক লাখ টাকা অনুদান প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিক। ১৯ মে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের হাতে ওই অর্থ তুলে দেন তিনি।

জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা মহামারীতে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকার জন্য ওই আর্থিক অনুদান প্রদান করেন হুইপ আতিক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বর্তায় ওই অনুদানের ঘটনায় হুইপের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে জেলা প্রশাসন।