শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
২০১৯-২০ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম, পাটবীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী ও কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শেরপুরের নকলা উপজেলায় ১৯ মে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাইস্কা এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্ত্বে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এই প্রকল্পের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ রিজুয়ানুল বারী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মো. মোয়াজ্জেম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ মাঠ দিবসে ৫০ জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা কৃষকদের মাধ্যমে বীজ উৎপাদন করে গ্রাম পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র বীজ উৎপাদনকারী উদ্যেক্তা ও বীজ শিল্প গড়ে তোলার বিষয়ে আলোকপাত করেন।