এবার ব্যতিক্রম ঈদ উপহার বিতরণ করলো উদয়ন সংঘ

উদয়ন সংঘের উদ্যোগে অসহায়দের ঈদ উপহার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মরণঘাতী করোনাভাইরাসের প্রভাবে ও ঈদকে সামনে রেখে অসহায় ১২০ জন পরিবারের মাঝে ব্যতিক্রম ঈদ উপহার দিল জামালপুর বোসপাড়া উদয়ন সংঘ। ২০ মে বিকেলে প্রতিবেশী ১২০ জনের মাঝে প্রত্যেককে এক কেজি করে আতব চাল, এক প্যাকেট সেমাই, গুঁড়াদুধ, চিনি, পেঁয়াজ, একটি সাবান ও একটি করে মুরগি বিতরণ করা হয়।

এসব ঈদ সামগ্রী পেয়ে অনেক খুশি মনে বাড়ি ফিরতে দেখা গেছে অসহায় ব্যাক্তিদের।

এসময় সংগঠনটির সভাপতি খন্দকার বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক শহিদ বক্স চিশতী, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক কাজী টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক সেলিম বক্স, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিঠু ও সমাজ কল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল উপস্থিত ছিলেন।

সংগঠনটির নেতারা জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় ১২০ জন পরিবারের মাঝে আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি। আগামীতে আরও আমরা বেশি বেশি করে এসব অসহায়দের পাশে ঈদ সামগ্রী নিয়ে দাড়াবো।