ইসলামপুরে দোকানপাট বন্ধ ঘোষণা, তিন ব্যবসায়ীকে জরিমানা

মার্কেট বন্ধে অভিযান চালান ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। ছবি : বাংলারচিঠিডকটম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় দোকানপাট, শপিংমল, মার্কেট বন্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

২০ মে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলো ব্যতীত মার্কেটগুলো বন্ধ ঘোষণা করে অভিযান পরিচালনা করেন। এ সময় আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে উজ্জল ইলেক্ট্রনিক্স, মাতৃ জুয়েলার্স ও একটি স্যানেটারী দোকানের তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে উপজেলা প্রশাসন সকল পোশাক বিক্রির দোকান, হকার মার্কেটসহ সব ধরনের দোকানপাট পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।