ইসলামপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মাঝে প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও আর্থিক সহায়তার তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ২০ মে উপজেলা পরিষদে তাদেরকে এ সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ, ইসলমাপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, ইসলামপুর পৌরসভার প্যানেল মেয়র অংকন কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।