দেওয়ানগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

দেওয়ানগঞ্জে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ১৮ মে থেকে উপজেলার ৮টি ইউনিয়নের ৩৬ জন ডিলারের মাধ্যমে ১৯ হাজার ২০৯জন দুঃস্থদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করেন ডিলাররা।

১৯ মে দুপুরে উপজেলার খড়মা বাজারের ডিলার গোলাম মোহাম্মদ লিটু চাল বিতরণকালে জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দ ও দিক নির্দেশনায় ও সরকারি নিয়মনীতি অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রেখে দরিদ্রদের মাঝে প্রতি কার্ডধারীকে ৩০ কেজি হারে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা জয়কৃষ্ণ গুপ্ত জানান, অনিয়ম দুর্নীতি ঠেকাতে ডিলার প্রতি একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার কর্মকর্তা ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তদারকি কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, দরিদ্র ও হতদরিদ্র পরিবাররা যেন অল্প অর্থে খাদ্য পান সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভর্তুকি দিয়ে এ চাল ডিলারদের মাধ্যমে পৌছে দেওয়া হচ্ছে। তবে চাল বিতরণে যেন কোন অনিয়ম না হয় যে দিকে লক্ষ্য রেখেছে উপজেলা প্রশাসন।