জামালপুরে ৫০০ কর্মহীন মানুষ পেল জেলা যুবদলের খাদ্য সহায়তা

৫০০ দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে জামালপুর জেলা যুবদল। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ৫০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেছে যুবদল জামালপুর জেলা শাখা। ১৯ মে সকালে শহরের সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরামর্শক্রমে দরিদ্রদের মাঝে এ খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিজন দরিদ্র মানুষকে চাল, ডাল, তেল, লবণ, আলু, সেমাই, গুঁড়োদুধ ও চিনি দেওয়া হয়।

এ সময় জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি তরিকুল হায়দার তুষার, যুগ্মসাধারণ সম্পাদক হাসান সরোয়ার মনজু ও আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে অংশ নেন।