শেরপুরে ৮ জন করোনা শনাক্ত : মোট শনাক্ত ৬২
সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে ৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৬২ জন করোনা শনাক্ত হলেন। ১৮ মে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফলের বরাত দিয়ে ওই তথ্য নিশ্চিত করেন করোনা ফোকাল পার্সন চিকিৎসক মোবারক হোসেন।
তিনি জানান, বিভিন্ন সময়ে করোনা আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে প্রথম ধাপে ৮ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।