মো. আল ফাহাদ, প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
করোনা সঙ্কটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শেরপুরে শিল্পীদের মাঝে নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করেছে ‘বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম’। ১৮ মে সকালে শেরপুর পৌরসভা কার্যালয়ে এই নগদ অর্থ শিল্পীদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র এবং বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, শেরপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সাধারণ সম্পাদক নৃত্যগুরু কমল কান্তি পাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ এবং জনউদ্যোগ, শেরপুর জেলার আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব জনাব হাকিম বাবুল।
এ বিষয়ে নৃত্যপ্রশিক্ষক কমল কান্তি পাল বলেন, ‘এই সাংস্কৃতিক ফোরাম থেকে শেরপুর জেলার ২৭ জন শিল্পীকে ২ হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়েছে যাদের মধ্যে উপজাতি শিল্পী ছিলেন ৭ জন।’
এসময় তিনি ওই কর্মসূচি সফল করার জন্য জ্যেষ্ঠ সচিব মো. আবদুস সামাদ, মো. নূরুজ্জামান মুন্না এবং প্রকৌশলী রাশেদুল হাসান শেলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
সাংস্কৃতিক ফোরামটির শেরপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ফোনে বলেন, ‘শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়-রোজগার করত। তাই করোনা সংকটে নৃত্য ও সংগীত শিল্পীদের সাংস্কৃতিক ফোরামের পক্ষ হতে আজ নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।’