সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
করোনায় আক্রান্ত হয়ে শেরপুরে প্রথম একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম আহাম্মেদ আলী। তবে তার মৃত্যুর পর জানা যায় ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন। ১৮ মে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন।
চিকিৎসক মোবারক জানান, ১৬ মে সকালের দিকে আহাম্মদ আলী শ্বাসকষ্ট নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। আর ভর্তি হওয়ার আধা ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়। এরপর তার নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট হাসপাতালের করোনা ইউনিট ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৮ মে নমুনা পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী ওই ব্যক্তির শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।