বকশীগঞ্জে রিকশা, ভ্যানচালকদের মাঝে ব্যারিস্টার ছামির সাত্তারের নগদ অর্থ বিতরণ

কর্মহীন ও অসহায়দের হাতে সহায়তার টাকা তুলে দেন ব্যারিস্টার ছামির সাত্তারের প্রতিনিধিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অটোরিকশা, ভ্যানচালক , সিএনজিচালক ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে ১৮ মে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সুুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তারের ব্যক্তিগত তহবিল থেকে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ৩৬০ জনকে এক হাজার টাকা করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা নগদ অর্থ দেওয়া হয়।

কর্মহীন ও অসহায়দের হাতে সহায়তার টাকা তুলে দেন ব্যারিস্টার ছামির সাত্তারের প্রতিনিধিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়, নিলক্ষিয়া ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, পাখি মারা গ্রাম, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় ব্যারিস্টার ছামির সাত্তারের পক্ষে নগদ অর্থ বিতরণকালে ব্যবসায়ী খোকন আকন্দ, ছাইদুর ধুমালী, মির্জা সোহেল, সাখাওয়াত হোসেন, সাংবাদিক ফিরোজ আল মুজাহিদ বাবু, জিসান হাবিব উপস্থিত ছিলেন।