শেরপুরে করোনা প্রতিরোধক সরঞ্জাম দিলেন সড়ক পরিবহন সচিব নজরুল

করোনাভাইরাস প্রতিরোধক সরঞ্জাম হস্থান্তর করেন শেরপুর জেলা সমিতি ঢাকা’র সভাপতি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে সিভিল সার্জনের হাতে করোনাভাইরাস প্রতিরোধক সার্জিক্যাল মাস্ক, পিপিই ও ফেস শিল্ড হস্তান্তর করেছে ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি। ১৬ মে রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওইসব সরঞ্জাম হস্থান্তর করেন শেরপুর জেলা সমিতি ঢাকা’র সভাপতি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।

এ দিন সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ এর কাছে এক হাজার সার্জিক্যাল মাস্ক, ১০০টি পিপিই এবং ২০টি ফেস শিল্ড হন্তান্তর করেন নজরুল ইসলাম।

এ সময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।