বকশীগঞ্জে কৃষকের ধান কেটে দিলো আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা

আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কৃষকদের ধান কেটে দেন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার প্রান্তিক কৃষকের ধান কেটে দিয়েছে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলীরপাড়া গ্রামের ঐহিত্যবাহী গাজী পরিবারের পৃষ্ঠপোষকতায় পক্ষকাল ব্যাপী প্রান্তিক কৃষকদের ধান কেটে দেওয়ার কর্মসূচি হাতে নেয় আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজ কর্তৃপক্ষ।

এই কর্মসূচির অংশ হিসেবে ১৭ মে সকালে আলীরপাড়া কৃষক মন্ডল মিয়া ও খুদু মিয়ার ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে দেওয়া হয়।

এ সময় আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, গাজী দুলাল মিয়া, প্রভাষক জুলফিকার মামুন, প্রভাষক দেলুয়ার হোসেন, প্রভাষক পাবেল মিয়া, প্রভাষক আল আমিন, প্রভাষক ফরিদ উদ্দিন, প্রভাষক হারুনুর রশিদ মাসুমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্যরা ধান কাটা কার্যক্রমে অংশ নেন।

ধানকাটা কর্মসূচির সমন্বয়কারী ও আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান জানান, এই কলেজের উদ্যোগে ধানকাটা কার্যক্রম অব্যাহত থাকবে। যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে বিনামূল্যে ধান কেটে নিতে পারবে।