মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ৩০০ পরিবারের মাঝে বিএনপি ঈদ সামগ্রী বিতরণ করেছে। ১৭ মে সকালে জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকায় হযরত শাহজামাল (রহ.) স্কুল এন্ড কলেজ মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, সেমাই, চিনি ও গুঁড়াদুধ। এ সময় কর্মহীন ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন জানান, বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে। তারপরও বিএনপির পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আল আমিন, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, ওয়ার্ড বিএনপির সভাপতি সুজন আহাম্মেদ শফিকুল ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।