লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর ইসলামপুরে উপজেলা খাদ্য বিভাগ চুক্তিবদ্ধ চালকল মালিকদের কাছ থেকে বোরো সিদ্ধ ও আতপ চাল ক্রয় এবং গম সংগ্রহ অভিযান শুরু করেছে। ২ হাজার ১২৯ মেট্রিকটন চাল ও ১৮৯ মেট্রিকটন গমের লক্ষ্যমাত্রা নিয়ে ১৭ মে দুপুরে ইসলামপুর খাদ্যগুদামে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ইসলামপুর সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা খাদ্য কর্মকর্তা রোকসানা আক্তার প্রমুখ।
খাদ্য গুদাম কর্মকর্তা লুৎফর রহমান জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় চুক্তিবদ্ধ ৪৮টি চালকল মালিকের কাছ থেকে প্রতিকেজি ৩৬ টাকা দরে ২ হাজার ১২৯ টন বোরো সিদ্ধ চাল ও ২৮ টাকা ধরে ১৮৯ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে। গম সংগ্রহ অভিযান চলবে ৩০ জুন এবং চাল ও ধান সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।