বকশীগঞ্জে শিক্ষার্থীদের ঈদ সামগ্রী দিল দুঃস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র

দুঃস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় প্রতিষ্ঠিত মালিরচর মৌলভীপাড়া দুঃস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের ১৬২ জন শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রশিক্ষণ কেন্দ্রটির শিক্ষকদের অর্থায়নে ১৬ মে দুপুরে কেন্দ্রের মাঠে ঈদ সামগ্রী (সেমাই, চিনি, তেল, সাবান, দুধ ও পিঠা) বিতরণ করা হয়।

দুঃস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

ঈদ সামগ্রী বিতরণকালে ওই প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষক লাল মনি আক্তার, প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক খাইরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুর রহমানসহ স্থানীয় অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এর আগে এই শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়াও পবিত্র রমজান উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকরা।