লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ ও সদর ইউনিয়ন সিএনজি ও অটোবাইক শ্রমিক সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়নের প্রধান কার্যালয়ে ১৬ মে সংগঠনের সদস্যদের নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামপুরে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সহসাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন সিএনজি ও অটোবাইক শ্রমিক সংগঠনের নেতা হযরত আলীর সভাপতিত্বে এ সময় দুরমুট ইউনিয়ন ইউপি সদস্য তোতা শেখ, ব্যবসায়ী উজ্জল মিয়া, আব্দুল মান্নান মিয়া, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ আর আক্তারুজ্জামানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।