দেওয়ানগঞ্জে সাবেক এমপি মিল্লাতের অর্থায়নে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার করোনাভাইরাসের দুর্যোগে ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র অসহায় শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী সদস্য জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের অর্থায়নে দেওয়ানগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ত্রাণ বিতরণ করা হয়।
১৫ মে বিকালে পৌর শহরের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের বাস ভবনের সামনে থেকে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও সাবান।
ত্রাণ বিতরণের পূর্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির আহ্বায়ক আতিকুর রহমান সাজু, যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক রেজাউল করিম বাবলু, যুগ্মআহ্বায়ক আল-আমিন, ছাত্রদলের নেতা ছায়েদ বিন আব্দুল্লাহ প্রমুখ।