দেওয়ানগঞ্জে র্যাবের অভিযানে ৪০২টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৪০২টি ইয়াবা বড়িসহ মো. লিটন মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। ১৪ মে দুপুরে নয়াগ্রাম উত্তর মাঠের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
সূত্র জানায়, র্যাবের জামালপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ১৪ মে দুপুর দেড়টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার নয়াগ্রাম উত্তর মাঠের ঘাট এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় মো. মোজাম্মেল হকের বাড়ির সামনে পাকা রাস্তায় সন্দেহজনক ঘোরাফেরা করার সময় মাদক কারবারি লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪০২টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট জব্ধ করা হয়েছে।
র্যাবের অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া এ প্রতিবেদককে জানান, গ্রেপ্তার মাদক কারবারি লিটন মিয়ার বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।