দেওয়ানগঞ্জে দরিদ্র কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ

চর আমখাওয়া ইউনিয়নে দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন চলায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সানন্দবাড়ী হাট ইজারাদার কার্যালয়ে ১৫ মে সানন্দবাড়ী হাট ইজারাদার রেজাউল করিম লাভলুর উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি আব্দুল আওয়াল স্বপন খানের সহযোগিতায় ২০০ জন দরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

প্রত্যেক পরিবারকে চাল ১০ কেজি করে, আলু ২ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, ডাল আধা কেজি করে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরজান আলী, মিতালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুর রহমান, সাংবাদিক বোরহানউদ্দিন, ফরিদুল ইসলাম ও মোস্তাইন।

সানন্দবাড়ী হাট ইজারাদার রেজাউল করিম লাভলু বলেন, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন, সাবান দিয়ে হাত ধোয়া, বাড়ির বাইরে বের হবেন না। আবুল কালাম আজাদ এমপির জন্য আপনারা দোয়া করবেন।