জামালপুরের রত্নগর্ভা বেগম সুরাইয়া ফারুকী আর নেই
জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুরের প্রয়াত ভাষাসৈনিক প্রিন্সিপাল আশরাফ ফারুকীর সহধর্মিনী এবং ২০১৩ সালে জাতীয়ভাবে রত্নগর্ভা সম্মানে ভূষিত বেগম সুরাইয়া ফারুকী আর নেই। তিনি ১৪ মে সকাল ৮টা ১০ মিনিটে উচ্চ রক্তচাপ জনিত কারণে স্ট্রোক করে নিজ বাড়ি জামালপুর সদর উপজেলার জামতলী গ্রামে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্র জানায়, মরহুমার সাত ছেলে ও দুই মেয়ের প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং স্ব-স্ব পেশায় অবদান রাখায় ২০১৩ সালে জাতীয়ভাবে রত্নগর্ভা সম্মানে ভূষিত হয়েছিলেন বেগম সুরাইয়া ফারুকী । তিনি ঢাকায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তাহিদ বিল্লাহ ফারুকী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী, চট্টগ্রামের কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর মা। তাঁর মৃত্যুতে পরিবারের স্বজন, প্রতিবেশী এবং জেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। ১৪ মে বিকেলে আছর নামাজের পর সদর উপজেলার জামতলী গ্রামে ফারুকী বাড়ি প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর প্রয়াত স্বামী ভাষাসৈনিক প্রিন্সিপাল আশরাফ ফারুকীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি।