সাবেক এমপি মিল্লাতের অর্থায়নে যুবদলের ত্রাণ বিতরণ

সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে ত্রাণ বিতরণ করেন যুবদলের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া রিকশাচালক, ভ্যানচালক ও হোটেল শ্রমিকসহ ৪০০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত এর অর্থায়ন করেছেন।

১৩ মে সকাল ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের তত্ত্বাবধানে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাযিল মাদরাসা মাঠে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, সয়াবিন তেল ও সাবান।

ত্রাণ বিতরণকালে উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের আহ্বায়ক শাকিল তালুকদার, সদস্য সচিব তানজির আহমেদ সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম শামীমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।