মাদারগঞ্জ হাসপাতালে সুরক্ষা সামগ্রী দিল এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক

মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের দেওয়া সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনা মেকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক মাদারগঞ্জ শাখা জামালপুরের মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে সুরক্ষা সামগ্রী দিয়েছে।

১৩ মে সকালে উপজেলা হাসপাতালে মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক সাইফুল ইসলামের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন।

এ সময় এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান, অপারেশন ব্যবস্থাপক নাজমুল ইসলাম ও স্বাস্থ্যকর্মী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

ব্যাংকের অপারেশন ব্যবস্থাপক নাজমুল ইসলাম জানান, চিকিৎসকদের জন্য পিপিই ডক্টর, পিপিই জেনারেল, এন ৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, গগলস ও ফেস শেল্টার দেওয়া হয়েছে।