মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘বেশি করে মাছ খান, করোনায় স্বাস্থ্যঝুঁকি কমান’ এই প্রতিপাদ্যের আলোকে করোনা সংকটের সময়েও জেলা মৎস্য বিভাগ মাছ উৎপাদন অব্যাহত রেখে আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে সরকারের সহায়তা নিয়ে মৎস্যচাষীদের পাশে দাড়িয়েছে মৎস্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে ১৩ মে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৩০ জন সিআইজি মৎস্যচাষীকে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি) এর আওতায় সিআইজি মৎস্যচাষীদের ১৩ মে দুপুরে জামালপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দপ্তর প্রাঙ্গণে এ উপকরণ সহায়তা বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সিআইজি মৎস্য চাষীদের মাঝে এ উপকরণ বিতরণ করেন। প্রতিজন মৎস্যচাষীকে সাইনবোর্ড, মাছের পোনা ও ভাসমান দানাদার খাদ্য বিতরণ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন, জেলা মৎস্য কর্মকর্তা কায়সার মুহাম্মদ ময়নুল হাসান, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা, সহকারী মৎস্য কর্মকর্তা শরীফা আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।