ইসলামপুরে কলেজ ছাত্র আজম হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় কলেজ ছাত্র গোলাম আজম হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে ওই মামলায় দুই আসামি গ্রেপ্তার হলো। গ্রেপ্তার আসামির নাম মনির ওরফে মনিব।

১২ মে দিবাগত রাতে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পাশ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ছনকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামি মনিরকে ১৩ মে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি এজাহারভূক্ত আসামি। মনিব ওই এলাকার সোলায়মানের ছেলে।

এর আগে রফিক (৩৫) নামে এক আসামিকে গত ৩০ এপ্রিল গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ যে, নিহত গোলাম আজম গাইবান্ধা সুরজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও মাদারীপুর সরকারি কলেজের অনার্স গণিত বিভাগের ছাত্র ছিলেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর নতুন শাহপাড়া গ্রামের বকুল মন্ডলের ছেলে। গত ২৫ এপ্রিল দুপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশী ফুলু, দুলাল, সাজু পক্ষরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে রাত এগারোটায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এব্যাপারে নিহত আজমের বাবা বকুল মন্ডল বাদী হয়ে ২৮ জনের নামে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।