ইসলামপুরে কমিউনিস্ট পার্টি ও স্বাস্থ্যকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ইসলামপুরে কমিউনিস্ট পার্টি ও স্বাস্থ্যকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে খাদ্য সংকট মোকাবেলায় জামালপুরের ইসলামপুরে উপজেলার কমিউনিস্ট পার্টির সদস্য ও উপজেলার স্বাস্থ্যকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১২ মে রাতে উপজেলা পরিষদ চত্তরে কমিউনিস্ট পার্টির সদস্য ও উপজেলার স্বাস্থ্যকর্মীদের হাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল এই ত্রাণ সামগ্রী তুলে দেন।

উপজেলা প্রশাসন আয়োজনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ১০০ জনকে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোজাহারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।