সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য বেসরকারি সংস্থা আশার পক্ষ থেকে উপজেলা ত্রাণ তহবিলে খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। ১১ মে সকালে অফির্সাস ক্লাব প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহম্মদের কাছে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন আশার কর্মকর্তা রিজিওনাল ম্যানেজার আনোয়ারুল ইসলাম।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু , ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মাসুদুর রহমান, এসএবিএম মো. রোকনুজ্জামান, এসএবিএম মো. নূরুল ইসলাম সরিষাবাড়ী ১ও ২ ব্রাঞ্চ সকল কর্মীবৃন্দ।