বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে প্রশাসনের সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরে আসা ১০০ জন ব্যক্তিকে ১১ মে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের সার্বিক তদারকিতে এবং বেসরকারি সংস্থা আশার পক্ষ থেকে খাদ্য সামগ্রী ওই ব্যক্তিদের মাঝে পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) আ. স. ম. জামশেদ খোন্দকার।
বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১২টার দিকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহাসহ বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।