ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কারণেই বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিবে : শামীম আহমেদ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বেই স্বাধীনতা যুদ্ধ হয়েছে : শাহ মো. ওয়ারেছ আলী মামুন শেরপুরে এনসিপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা : লিখন আহ্বায়ক ও সাফফারী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তার উপর ‘চড়াও’ ছাত্রদল, নেতা বহিষ্কার : দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মাদারগঞ্জে শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি মানিককে শাপলাকলি প্রতীক পাওয়ায় সরিষাবাড়ীতে এনসিপি’র শোভাযাত্রা অনুষ্ঠিত বিগত দিনে যমুনা সারকারখানা মেরামতের নামে অর্থ লুটপাট হয়েছে : শামীম তালুকদার প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পথসভায় ইসলামপুরের এমপি প্রার্থী সুলতান মাহমুদকে পেয়ে নেতা-কর্মীদের উচ্ছ্বাস

মেলান্দহে হারভেস্টারে ধান কাটা-মাড়াই উদ্বোধন করলেন মির্জা আজম

মেলান্দহে হারভেস্টারে ধান কাটা-মাড়াই উদ্বোধন করেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

মেলান্দহে হারভেস্টারে ধান কাটা-মাড়াই উদ্বোধন করেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি,
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াইড়ের কাজ শুরু হয়েছে। ১০ মে সকালে মেলান্দহের চরপলিশা গ্রামে হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াই উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম।

উদ্বোধনী দিনে নতুন এই কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে চরপলিশা গ্রামের বর্গাচাষী মো. আমিনুল ইসলামের আড়াই বিঘা জমির বোরো ধান কাটা ও মাড়াই করা হয়।

বর্গাচাষী আমিনুল ইসলাম জানান, দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগ করে আমার এই আড়াই বিঘা জমির ধান কাটা ও মাড়াই করতে খরচ হতো প্রায় দশ হাজার টাকা। কিন্তু ভাড়ায়চালিত এই হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াই করতে প্রতি বিঘা দুই হাজার টাকা হিসেবে খরচ হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এবং সময়ও লাগছে অনেক কম।

মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল এ প্রতিবেদককে জানান, চলতি বোরো মৌসুমে সরকারি কৃষি প্রণোদনার ভর্তুকি মূল্যে মেলান্দহ উপজেলায় পাঁচজন কৃষককে তিনটি বড় এবং দুটি মাঝারি আকারের কম্বাইন হারভেস্টার ও একটি রিপার মেশিন দেওয়া হয়েছে। এই আধুনিক যন্ত্রগুলো দিয়ে তারা নিজেদের ধান কাটা-মাড়াইয়ের পাশাপাশি এলাকায় ভাড়ায়চালিত হিসেবে তারা বাড়তি টাকাও রোজগার করতে পারবে। এই যন্ত্রগুলো দিয়ে কৃষকরা খুব নিখুঁতভাবে অল্প সময়ের মধ্যে ধান কাটা-মাড়াই করে ঘরে নতুন ধান তুলতে পারছেন।

হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াইয়ের সময় জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেলান্দহে হারভেস্টারে ধান কাটা-মাড়াই উদ্বোধন করলেন মির্জা আজম

আপডেট সময় ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
মেলান্দহে হারভেস্টারে ধান কাটা-মাড়াই উদ্বোধন করেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি,
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াইড়ের কাজ শুরু হয়েছে। ১০ মে সকালে মেলান্দহের চরপলিশা গ্রামে হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াই উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম।

উদ্বোধনী দিনে নতুন এই কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে চরপলিশা গ্রামের বর্গাচাষী মো. আমিনুল ইসলামের আড়াই বিঘা জমির বোরো ধান কাটা ও মাড়াই করা হয়।

বর্গাচাষী আমিনুল ইসলাম জানান, দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগ করে আমার এই আড়াই বিঘা জমির ধান কাটা ও মাড়াই করতে খরচ হতো প্রায় দশ হাজার টাকা। কিন্তু ভাড়ায়চালিত এই হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াই করতে প্রতি বিঘা দুই হাজার টাকা হিসেবে খরচ হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এবং সময়ও লাগছে অনেক কম।

মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল এ প্রতিবেদককে জানান, চলতি বোরো মৌসুমে সরকারি কৃষি প্রণোদনার ভর্তুকি মূল্যে মেলান্দহ উপজেলায় পাঁচজন কৃষককে তিনটি বড় এবং দুটি মাঝারি আকারের কম্বাইন হারভেস্টার ও একটি রিপার মেশিন দেওয়া হয়েছে। এই আধুনিক যন্ত্রগুলো দিয়ে তারা নিজেদের ধান কাটা-মাড়াইয়ের পাশাপাশি এলাকায় ভাড়ায়চালিত হিসেবে তারা বাড়তি টাকাও রোজগার করতে পারবে। এই যন্ত্রগুলো দিয়ে কৃষকরা খুব নিখুঁতভাবে অল্প সময়ের মধ্যে ধান কাটা-মাড়াই করে ঘরে নতুন ধান তুলতে পারছেন।

হারভেস্টার দিয়ে ধান কাটা-মাড়াইয়ের সময় জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ উপস্থিত ছিলেন।