বকশীগঞ্জে ইউএনও’র হাতে আশা’র পক্ষে খাদ্য সামগ্রী হস্তান্তর

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের জন্য বকশীগঞ্জে ইউএনও’র হাতে আশা’র পক্ষে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

নভেল করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের জন্য সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে বেসরকারি সংস্থা আশা। প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল।

আশা’র বকশীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে ১০ মে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকারের হাতে প্যাকেটগুলো হস্তান্তর করেন আশা’র বকশীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক মো. মামুন অর রশিদ।

এ সময় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ আশা-১ এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবদুল মালেক, জ্যেষ্ঠ সহকারী শাখা ব্যবস্থাপক মো. আহসান কবির, সহকারী শাখা ব্যবস্থাপক এ বি এম সাখাওয়াত হোসেনসহ বকশীগঞ্জ আশা-১, ২ শাখার কর্মীগণ উপস্থিত ছিলেন।