দেওয়ানগঞ্জে ট্রলি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রলি গাড়ির আবু বক্কর কবিরাজ (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১০ মে সকাল ৯টায় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে পূর্ব সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, আবু বক্কর কবিরাজ মোটরসাইকেল নিয়ে সকালে নিজ বাড়ি থেকে সর্দারপাড়া যাচ্ছিলেন। এ সময় ইট বোঝাই স্যালো ইঞ্জিনচালিত ট্রলি পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী চাকার নিচে পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মায়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইট বোঝাই ট্রলিটি থানায় আটক আছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি।