ইসলামপুরে ৯৫৬ জন অসচ্ছল প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা

ক্ষতিগ্রস্ত অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১০ মে দুপুরে ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভায় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে উপজেলার ৯৫৬ জন ভাতাভোগী ব্যতিত অসচ্ছল ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন, দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।