মাদারগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনা পরিস্থিতিতে জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিস্কুট বিতরণ করা হয়েছে। ৯ মে পৌর এলাকার চাঁদপুর সন্ধ্যাজান প্রাথমিক বিদ্যালয়ে এই বিস্কুট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামছুল ইসলাম খান ও মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল।
এ সময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের ফিল্ড মনিটর অফিসার সাহানা সুলতানা, বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর উমর ফারুক জগলু, পিজুস খান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উন্নয়ন সংঘের ফিল্ড মনিটর অফিসার সাহানা সুলতানা জানান, পৌর এলাকার ২৩টি স্কুলের ৩ হাজার ৪৯৫ জন শিক্ষার্থদের মধ্যে প্রতিটি শিক্ষার্থীকে ৫০ প্যাকেট করে মোট ১ লাখ ৭৪ হাজার ৭৫০ প্যাকেট বিস্কুট বিতরণ করা হবে।