বকশীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেখে দুঃস্থদের খাদ্য সামগ্রী পৌছে দিলেন পুলিশ কর্মকর্তা
বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে খেয়ে না খেয়ে দিন পার করছেন এমন ফেসবুক স্ট্যাটাস দেখে অসহায় ও দুঃস্থ ব্যক্তিদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম।
৮ মে সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের ১০০ জন নারী-পুরুষকে খাদ্য সামগ্রী ও নগদ টাকা নিজ হাতে বাড়ি বাড়ি পৌঁছে দেন এই পুলিশ কর্মকর্তা। আমিনুল ইসলাম গাজীর জেলা পুলিশে উপপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
৬ মে স্থানীয় সংবাদকর্মী এমদাদুল হক লালন তার ফেসবুকে ত্রাণ পাচ্ছেন না বকশীগঞ্জ পৌর এলাকার অসহায় ও কর্মহীন পরিবার। এতে করে তারা কষ্টে দিনানিপাত করছেন। ফেসবুকে এই পোস্ট দেখে পুলিশে উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম তার নিজ এলাকা বকশীগঞ্জ পৌরসভার মানুষের পাশে দাঁড়ান। তিনি ওই স্ট্যাটাস দেখে মানুষের পাশে এগিয়ে আসেন।
৮ মে সন্ধ্যায় তিনি স্থানীয় সংবাদ কর্মী এমদাদুল হক লালনকে সঙ্গে নিয়ে ১০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।