বকশীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৩১৮টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার নিজ হাতে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
৯ মে দুপুরে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে উপজেলা পরিষদের সহযোগিতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দকৃত উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, ট্যাগ কর্মকর্তা আশরাফ হোসেন, সামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।