সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকায় তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসানের নির্দেশে কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা। ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় পড়া কৃষকের পাশে তারা।
৮ মে দিনব্যাপী উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা অসহায় কৃষক আসাদ মিয়ার এক একর জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দেন।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে আমরা কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা বিভিন্ন গ্রামের দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। আমাদের এ কাজ চলমান থাকবে। যতদিন মাঠে ধান থাকবে ততদিন আমরা কৃষকের পাশে থেকে কাজ করবো।
কৃষক আসাদ মিয়া বলেন, করোনার এ সময়ে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। মজির ধান নিয়ে বড়ই বিপাকে ছিলাম। কষ্টের কথা শুনে যুবলীগের নেতা-কর্মীরা আমার জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। এতে করে আমার কষ্ট লাঘব হলো।