লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাস মোকাবেলায় জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজমিস্ত্রি, মাদরাসার এতিমদের ও অসহায় পরিবারের মাঝে ২৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে ৬ মে রাতে রাজমিস্ত্রি, মাদরাসার এতিমদের ও অসহায় পরিবারের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল এই ত্রাণ সামগ্রী তুলে দেন।
উপজেলা প্রশাসন আয়োজনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ২৫০ জনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, প্যানেল মেয়র অংকন কর্মকার, দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ্, কাউন্সিলর মোহন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।