যমুনায় বাড়ছে পানি, দেওয়ানগঞ্জে শুরু হয়েছে ভাঙ্গন, হুমকিতে বাহাদুরাবাদ নৌ-থানা
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন শুরু হয়েছে। এতে আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষেরা। গত বন্যায় ভাঙ্গনে যেটুকু সম্বল বেঁচেছিল সেটিও ভাঙ্গনের কবলে পড়ায় চরম হতাশায় দিন পার করছে তারা। কয়েকদিন ধরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ী, বরখাল, গুচ্ছগ্রামে ভাঙ্গন শুরু হয়েছে। হুমকির মুখে রয়েছে বাহাদুরাবাদে নবনির্মিত ৩ তলা নৌ-থানা ভবন।
জানা গেছে, ৫ কোটি ৮০ লাখ ব্যয়ে নির্মিত বাহাদুরাবাদ নৌ-থানার তিনতলা ভবনটি ২০১৯ সালের ৬ এপ্রিল উদ্বোধন করেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। উদ্বোধনের সময় নৌ-থানা থেকে যমুনা নদী ছিল আধা কিলোমিটার দূরে। বর্তমান থানা ভবন থেকে ৩০ থেকে ৪০ গজ দূরে মাত্র। যেভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে এতে নদী গর্ভে নৌ-থানা বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে।
বাহাদুরাবাদ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদককে জানান, ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানান, নদীর পাশ্ববর্তী এলাকায় কোন সরকারি ভবন নির্মাণ করার আগে আমাদের কোনো মতামত নেওয়া হয়নি। ভাঙ্গন রোধে খোলাবাড়ি থেকে ফুটানি বাজার পর্যন্ত ৮০০ কিলোমিটার অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলতে ৭ কোটি ৮৪ লাখ টাকার প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই টেন্ডার হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল কালাম আজাদ জানান, সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ভাঙ্গনের বিষয় অবহিত করে ডিও লেটার দেওয়া হয়েছে। খোলাবাড়ী রক্ষার্থে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।